মুসলিম জাহান
সুদানের খাতুর্মে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ
১৫ ই এপ্রিল শনিবার সকালে দেশটির সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সাথে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে একটি প্যারামিলিটারি সেনাদলের সংঘর্ষ শুরু হবার পর এখন তা ব্যাপক আকার নিয়েছে।
কী থেকে এই সহিংসতার সূত্রপাত?
বিবিসির এমানুয়েল ইগুঞ্জা জানাচ্ছেন, দেশটিতে প্রস্তাবিত বেসামরিক সরকারে একীভূত সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করবেন কে—তা নিয়ে বিবাদ তৈরি হয়েছে।
সুদানে একটি বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে মতৈক্যে পৌঁছানোর এক চেষ্টা ব্যর্থ হয়, যার পেছনে আরএসএফের এক লক্ষ সদস্যকে সেনাবাহিনীতে একীভূত করার প্রশ্নটিও ছিল সমস্যার কারণ।
সামরিক বাহিনীর এ দুই অংশের মধ্যে সংঘাতের এক পর্যায়ে বৃহস্পতিবার আরএসএফ উত্তরের মেরওয়ে শহরের একটি সামরিক ঘাঁটির কাছে তাদের সেনাদের মোতায়েন করে।
জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হবার পর থেকেই দেশটিতে রাজনৈতিক টানাপোড়েন চলছে।
যুদ্ধরত উভয়পক্ষ ৪ই মে বৃহস্পতিবার থেকে সাতদিন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। প্রেসিডেন্ট সালভা কিরের মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার জন্য প্রতিনিধি নিযুক্ত করতে সম্মত হয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ ছড়িয়ে পড়লে খাতুর্ম ছাড়াও দারফুর অঞ্চলের ৩ লাখ ৩০ হাজার অধিবাসীর প্রায় ৭০ ভাগ ঘরছাড়া হতে পারেন বলে আশংকা করা হচ্ছে। যদিও স্থানীয় সংবাদসূত্র অনুসারে জানা যায়, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে দোকানপাট খুলেছে এবং মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারছে। সুদান স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত সাড়ে ৫শ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ৪ হাজার ৯ শ ২৬ জন।
ধারণা করা হচ্ছে, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি কর্মরত আছেন। তবে প্রকৃত সংখ্যাটি বাংলাদেশ দূতাবাসও জানে না। সেখানে যুদ্ধ শুরুর পর দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দূতাবাসের কাছে রিপোর্ট করতে বলা হয়েছিল। এখনো পর্যন্ত সাতশ বাংলাদেশি রিপোর্ট করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। আগ্রহী বাংলাদেশিদের সেখানকার বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় কয়েকটি বাসে করে পোর্ট অব সুদানে আনা শুরু হয়। প্রায় এগারো ঘণ্টার বাস ভ্রমণ করে খাতুর্ম থেকে পোর্ট অব সুদানে এসেছেন অনেক বাংলাদেশি।
সুদানে বাংলাদেশ দূতাবাসকে এ বিষয়ে সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই কর্মকর্তা বলেছেন, ইতোমধ্যেই জেদ্দায় একটি স্কুল প্রস্তুত করা হয়েছে সুদান থেকে আসা বাংলাদেশিদের জন্য। সেখানে খাদ্য ও ঔষধসহ দরকারি সামগ্রীসহ সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকেই দ্রুত বিমানের ফ্লাইটে তাদের বাংলাদেশে পাঠানো হবে।—বিবিসি ও আলজাযিরা ১৫ এপ্রিল ২০২৩
ইয়েমেন যুদ্ধ বন্ধে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে সাহসী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি
ইয়েমেনে জাতিসংঘের প্রতিনিধি হানস গ্রান্ডবার্গ যুদ্ধরত দলগুলোকে যুদ্ধ বন্ধে সাহসী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। ‘ইয়েমেনে অভূতপূর্ব শান্তির এক বছর অতিবাহিত হওয়ার পর এখন উভয় পক্ষের উচিত যুদ্ধ অবসানে সাহসী পদক্ষেপ গ্রহণ করা’—রাজধানী সানায় দুই দিনের সফর শেষে গ্রান্ডবার্গ এ কথা বলেন। তিনি আরও বলেছেন, সানা সফরে কর্তৃপক্ষের সাথে তার সাক্ষাৎ ইতিবাচক ছিল। সৌদি ও ওমান কর্তৃপক্ষের সাথে আলোচনার আগে ইয়েমেন সরকারের সঙ্গে আলোচনা করতে এডেন যাবেন জাতিসংঘ প্রতিনিধি।
এর আগে গত মাসে ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের মাঝে প্রায় ৯শ বন্দী বিনিময় হয়েছে। উল্লেখ্য ২০১৪ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীকর্তৃক রাজধানী সানাসহ দেশের বড় একটি অংশ দখল করার পর থেকেই চলছে এ যুদ্ধ।—আনাদুলো এজেন্সি, ৩.০৫.২০২৩
ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য কাতারে আটক আট ভারতীয়
কাতারের একটি সাবমেরিন প্রোগ্রাম সম্পর্কে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য আটক হয়েছেন আট ভারতীয় নাগরিক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তাদের সম্ভাব্য শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এই আটজন ব্যক্তি ছিলেন ইন্ডিয়ান নেভির সাবেক কর্মকর্তা এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গত আগস্ট মাসে।
নয়া দিল্লী আট বন্দীকে মুক্ত করার চেষ্টা চালিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দোহা তাতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তারা দাহরা গ্লোবাল টেকনোলজিস এন্ড কনসাল্টিং সার্ভিসে কর্মরত ছিলেন। কোম্পানিটি কাতারে রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম হাইটেক ইটালিয়ান সাবমেরিনের ব্যবস্থাপনায় সহযোগী ছিল।
—আলজাযিরা, ২ মে ২০২৩
‘এখনই তালেবানের সাথে সম্পর্ক নয়’ বলেছেন জাতিসংঘ প্রধান
সম্প্রতি আফগানিস্তানে সংকট মোকাবেলায় ঐক্য সম্পর্কিত দোহায় অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরেস এ কথা বলেন।
তালেবানের প্রতি কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই শেষ হয়েছে কাতারের রাজধানীতে আয়োজিত জাতিসংঘের এই কনফারেন্স। মহাসচিব এন্টনিও গুতেরেস বলেছেন, তালেবানের সঙ্গে সরাসরি সম্পর্কের এখনই সময় নয়। তিনি বলেছেন, বৈঠকটি একটি অভিন্ন আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিষয়ে ছিল, তালেবান কর্তৃপক্ষের স্বীকৃতির বিষয়ে নয়। তিনি আরও বলেন, আফগানিস্তান বিশ্বের সবচাইতে মানবিক সংকটপূর্ণ দেশগুলোর একটি। এদিকে জাতিসংঘের সাহায্য তহবিলও ফুরিয়ে যাচ্ছে।
গুতেরেস বলেন, দেশটির ৯৭ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে জীবনযাপন করছে। তিনি আরও বলেন, মানবিক সাহায্য লক্ষ লক্ষ আফগানের জীবন রক্ষায় একটি দুর্বল ব্যবস্থা মাত্র এবং জাতিসংঘ কখনোই আফগান জনগণকে সাহায্য করার অঙ্গীকার থেকে দূরে সরে যাবে না।
দোহা থেকে আল জাজিরার কূটনীতি বিষয়ক সম্পাদক জেমস বেস বলেন, ‘এই বৈঠক খুব বেশি ফলপ্রসূ ছিল না। শুধু তারা তিন থেকে ছয় মাসের ভেতর আরেকটি মিটিংয়ে বসার ঘোষণা দিয়েছে।’ তবে তালেবান এই দুই দিনের বৈঠকের সমালোচনা করে বলেছে, তালেবানের সাথে এই অসম্প্রীতি ছিল বৈষম্যমূলক ও অন্যায়।
জাতিসংঘে তালেবানের মনোনীত রাষ্ট্রদূত সোহেল শাহীন এর আগে আল জাজিরাকে বলেছিলেন, জাতিসংঘের বৈঠকে তালেবান কর্তৃপক্ষের অংশগ্রহণের মাধ্যমেই তার দেশের সমস্যার সমাধান করা যেতে পারে।—আলজাযিরা, ২ মে ২০২৩
পাকিস্তান সফরে যাবেন আফগান পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানে তালিবানের অন্তর্বর্র্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির আফগানিস্তান থেকে পাকিস্তান সফরে অনুমোদন দিতে রাজি হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটি। পাকিস্তানে গিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে এক প্রতিবেদনে বলেছে রয়টার্স।
রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের জাতিসংঘ মিশন মুত্তাকিকে ৬ থেকে ৯ মে পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। মুত্তাকির ওপর দীর্ঘদিন ধরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। তার ওপর সম্পত্তি ও অস্ত্র নিষেধাজ্ঞাও রয়েছে।
গেল মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উজবেকিস্তানে যেতে মুত্তাকিকে অনুমতি দিতে রাজি হয়েছিল। সেখানে প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে আলোচনার কথা ছিল।
আফগানিস্তানের টোলো নিউজ সোমবার বলেছিল, পাকিস্তানের গণমাধ্যম এই সফর নিয়ে খবর প্রকাশ করেছে। মুত্তাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো—জারদারির সঙ্গে দেখা করতে পারেন। তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর নিয়ে কোনো মন্তব্য করেনি। —বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ২ মে ২০২৩
পাকিস্তানে এপ্রিলে রেকর্ড মূল্যস্ফীতি
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে মূল্যস্ফীতি এবছর এপ্রিলে রেকর্ড ৩৬ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে, যা গত মার্চে ছিল ৩৫ দশমিক ৪ শতাংশ। মূলত খাদ্যের দাম বেড়েই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো (পিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে। পাকিস্তানের পল্লী অঞ্চলগুলোতে খাদ্য মূল্যস্ফীতি ৪০ দশমিক ২ শতাংশ রেকর্ড করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে পিবিএস। পল্লী ও শহরাঞ্চল দুই এলাকাতেই খাদ্য মূল্যস্ফীতি ৪৮ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। ২০১৬ সালের অর্থবছরের পর থেকে এই হার সর্বোচ্চ। ওই বছরে পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো আলাদা ক্যাটাগরির রেকর্ড রাখতে শুরু করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিসংখ্যান ব্যুরো বলেছে, এপ্রিল থেকে মার্চে দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। করাচির একটি বিনিয়োগ কোম্পানি জেএস ক্যাপিটাল প্রধান আমরিন সুরানি খাবারের খাতে উচ্চ—মূল্যস্ফীতির এই ধারা আরও কয়েক মাস চলতে পারে বলে আভাস দিয়েছেন।
রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে চলা পাকিস্তান চরম অর্থ সংকটে ধুঁকছে। দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ ২০১৪ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এ অবস্থার মধ্যে আইএমএফের ঋণ জরুরি পাকিস্তানের জন্য। অন্য দিকে বিদেশি ঋণ পরিশোধে এক বছর অন্তত ২২ বিলিয়ন ডলার প্রয়োজন দেশটির।
আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। আইএমএফের কাছ থেকে ২০১৯ সালে সাড়ে ৬ বিলিয়ন ডলার ঋণের জন্য আবেদন করে তখনকার ইমরান খান সরকার। আইএমএফ তখন প্রাথমিক সম্মতিও দেয়। কিন্তু মহামারির মধ্যে ওই ঋণের বিষয়টি আটকে যায়। এর মধ্যে পাকিস্তানে সরকার বদল হয়। মহামারি পরিস্থিতির উন্নতি হলে আবার ঋণ আলোচনা শুরু হলেও পাকিস্তান সরকার প্রাক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় চূড়ান্ত চুক্তির বিষয়টি আটকে আছে।
—বিডিনিউজ২৪.কম, ২ মে ২০২৩
—সংকলক : মুরতজা মাহদী