সময়ের দিনলিপি
ইবনে মাইন
১.৫.২০২১
নামাজে সিজদারত অবস্থায় প্রাণ গেল কিশোরের—বাংলাদেশ প্রতিদিন
** এমন মৃত্যু কজনের ভাগ্যে জুটে! ‘জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা কবে’—এ সত্য এড়িয়ে যেতে পারে না কেউ। কিন্তু মৃত্যুটা যদি এত সুন্দর হয়, তবে তো জীবন—মরণ সবই স্বার্থক—রমজান মাস, তারাবীর নামাজ, তার ওপর সিজদারত অবস্থা! এ সৌভাগ্যবান কিশোরের নাম আবুল কালাম শাহীন (১৭)। ফেনীর ফুলগাজিতে তার বাড়ি। কামনা করি, শাহীনের মতো কিশোরদের পদচারণায় আমাদের মসজিদগুলো মুখরিত হোক—পাড়ায় পাড়ায়, সারা দেশে।
৩.৫.২০২১
মমতার তৃণমূলই আবার ক্ষমতায়—প্রথম আলো
** মমতা বন্দোপাধ্যায় ভি চিহ্ন দেখাচ্ছেন ছবিতে। যে জয় তিনি এবার পেয়েছেন তাতে তিনি তা দেখাবেনই। কেন্দ্রীয় সরকারের হর্তাকর্তা যারা তারা যেন পণ করে নেমেছিলেন—মমতাকে এবার গদিছাড়া করতেই হবে। কিন্তু শেষ পর্যন্ত মমতাকে তাদের অভিনন্দন জানাতে হলো, বিজয়ী নেত্রী হিসেবে।
তবে মমতার বিজয়চিহ্ন প্রদর্শন দেখে মনে পড়ছে গত কয়েকবছর আগের আরেকটি নিউজের কথা। ঘটনাটি হয়তো আট—দশ বছর আগের। জাতীয় পর্যায়ের একটি খেলা শেষে বিজয়ী—বিজিত উভয় দলই আনন্দ—উল্লাস করছিল। এক দল খেলায় জিতে, আরেক দল এর আগেই ফাইনাল খেলা নিশ্চিত করতে পেরে। মমতার অবস্থাও এমন হয়েছে এবার। নিজের একসময়ের ডানহাত বলে পরিচিত শুভেন্দুর কাছে নিজ আসনে হেরে গেলেন মমতা। নিজ আসনে তিনি কদর পাননি, তবে তার দলের প্রার্থীরা ঠিকই জিতে এসেছেন। তার দল জিতেছে। নির্বাচনে ব্যক্তিগতভাবে হেরেও ভি তিনি তাই দেখাতেই পারেন।
১৪.৫.২০২১
নিজ ইমামতিতে পরিবার নিয়ে ঈদের নামাজ আদায় মালয়েশিয়া প্রধানমন্ত্রীর—বাংলাদেশ প্রতিদিন
** মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সংবাদ মুসলমানদের সোনালি ইতিহাসের শাসকদের কথা মনে করিয়ে দিচ্ছে। মুসলমানদের শাসক যিনি, তাকে ইমামতির যোগ্য হতে হয়, বিষয়টি এতটুকুই নয়। বরং শাসক যিনি, ইমামও তিনি—আমাদের ইতিহাস ছিল এমন। করোনা মহামারির প্রেক্ষাপটে এ আমাদের জন্যে অবশ্যই মনভালোকরা এক সংবাদ।
১৮.৫.২০২১
বাইডেনকে এরদোগান : আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন—প্রথম আলো
** প্রতিবারের মতো এবারও এরদোগানই আমাদের মান রক্ষা করেছেন। ফিলিস্তিন ইস্যুতে অনেকেই কথা বলেছেন, ইসরাইলের সমালোচনা করেছেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন যখন খুনি নেতানিয়াহুকে প্রকাশ্য সমর্থন দিয়ে খুনিদের কাতারে শামিল হলেন আর তার দেশের সাধারণ মানুষ তার এ অবস্থানের প্রতিবাদে রাস্তায় নেমে এল, তখনও আমাদের মুসলিম শাসকগণ বাইডেনের দিকে চোখ তুলে তাকিয়ে তার বক্তব্যের প্রতিবাদ করার হিম্মত করতে পারছেন না! এরদোগান মান রক্ষা করেছেন। বাইডেনকে এত কড়া ভাষায় আর কেউ প্রতিবাদ জানাতে পারেনি।
২২.৫.২০২১
মাহমুদ আব্বাসকে সৌদি বাদশাহর ফোন, জানালেন ইসরাইলি আগ্রাসনের নিন্দা—আওয়ার ইসলাম ২৪
** সৌদি বাদশাহ কিছুটা হলেও আমাদের মান রক্ষা করেছেন। আরব বিশ্বের ধনাঢ্য শাসকগণ যখন ইসরায়েলের সঙ্গে একের—পর—এক চুক্তিতে সই করেছে, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তখন ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। আজকের ইসরায়েল যতটা আগ্রাসি, যতটা বেপরোয়া, এর পেছনে বেঈমান আমেরিকার মদদ তো আছেই। কিন্তু আমাদের মুসলিম দেশগুলো যদি একযোগে তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হুমকি দিত, সকলে যদি একসঙ্গে তাদের সব পণ্য বয়কট করত, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীরা যত আগ্রাসিই হোক না কেন, এভাবে ফিলিস্তিনের মাটিতে রক্ত নিয়ে খেলা করতে পারত না।
২২.৫.২০২১
করোনাকালে বাংলাদেশে কমে গেছে বিয়ে—বাংলাদেশ প্রতিদিন
** এটা সাংবাদিক ও সংবাদপ্রকাশকদের কৃতিত্ব—ডয়চে ভেলের রিপোর্ট হলো, বাংলাদেশে এ সময়ে বিয়ে কমেছে, বাল্যবিবাহ বেড়েছে, বেড়েছে তালাকের সংখ্যাও। কিন্তু রসিক পত্রিকা কেবল শিরোনাম করেছে বিয়ে কমে যাওয়ার। ভেতরে অবশ্য সব কথাই বলেছে।
২৩.৫.২০২১
আমাদের সেনাবাহিনী যুদ্ধাপরাধীদের পরিচালিত সংগঠন : সাবেক ইসরায়েলি বৈমানিক—আওয়ার ইসলাম
** ইউনতান শাপিরা। ইসরায়েলের সাবেক বৈমানিক। ২০০৩ সালের দ্বিতীয় ইন্তিফাদার সময় তিনি ছিলেন বিমানবাহিনীর ক্যাপ্টেন। ইসরায়েল যুদ্ধাপরাধ করছে—এ অনুভূতি থেকেই তিনি নিজের পদ থেকে তখন সরে দাঁড়ান। ধন্যবাদ তাকে। নিজের দেশের অন্যায় অবস্থানের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তার মতো ব্যক্তির এমন মন্তব্য অবশ্যই তাৎপর্যপূর্ণ। যে মানবতার ডাকে তিনি এমন ঈর্ষনীয় পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, যে মানবতার পক্ষে তিনি সরব হয়েছেন, তিনি যদি সে মানবতার মুক্তির একমাত্র পথ ইসলামও গ্রহণ করে নিতেন!
২৫.৫.২০২১
ইসলাম নিয়ে কটূক্তির দায়ে শর্তসাপেক্ষে ক্ষমা চাইলেন বরিস—আওয়ার ইসলাম২৪
** বরিস জনসনের উদারতাই বলতে হবে। নিজের ভুল তিনি স্বীকার করেছেন এবং শর্তাসাপেক্ষে এ জন্যে ক্ষমাও চেয়েছেন। ‘শক্তিহীন’ মুসলমানদের মনে আঘাত দেওয়ার পরও তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। এমন সময় তিনি এ ভুল স্বীকার করেছেন, যখন তাদের অগ্রপথিক আমেরিকার বাইডেন আর ফ্রান্সের ম্যাক্রো খোলামেলা ইসরাইলের খুনিদের পক্ষে নিজেদের সমর্থন জাহির করেছেন। প্রেক্ষাপট বিবেচনায় জনসনের ‘মহত্ত্ব’ স্বীকার না করেই—বা উপায় কী!
২৬.৫.২০২১
আয়ারল্যান্ডে বহিষ্কার হতে পারে ইসরায়েলি রাষ্ট্রদূত—কালের কণ্ঠ অনলাইন
* ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকে ফিলিস্তিনি ভূমির দখল হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড সরকার। এ নিয়ে আইরিশ পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবটি পাস হলে দেশটি থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হতে পারে, এমনকি অবরোধও আরোপ করা হতে পারে। ইসরায়েরের বিরুদ্ধে কোনো ইউরোপিয়ান দেশের এ ধরনের প্রস্তাব এটাই প্রথম।
** ইউরোপের দেশ আয়ারল্যান্ড। কেবলই মানবতার তাগিদে তারা যে উদ্যোগ নিতে যাচ্ছে, আমাদের আরববিশ্বের শাসকগণ কি এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করবেন? নিজ ভাইদেরকে খুনিদের হাতে একপ্রকার তুলে দিয়ে তারা একের—পর—এক ইসরায়েলের সঙ্গে চুক্তি করছে। কয়েক দশক ধরে চলে আসা এ ইহুদিদের প্রতি নিজেদের বিধিনিষেধ একে একে তুলে নিচ্ছে। ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে যখন আয়ারল্যান্ড ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে, সেখানে ফিলিস্তিনকে রক্ষার জন্যে সবগুলো মুসলিম দেশ কি একযোগে হুঙ্কার দিতে পারত না? অবশ্য কোনো মুসলিম দেশ যে ইসরায়েলের পক্ষ নেয়নি, বর্তমান প্রেক্ষাপটে এটাও হয়তো আমাদের জন্যে একটা খুশির সংবাদ! আশার কথা, সৌদি আরব তাদের আকাশসীমা ব্যবহারে ইসরায়েলি বিমানকে গতকাল অনুমতি দেয়নি। গত এক বছর থেকে তারা এ অনুমতি দিয়ে আসছিল। হারামাইনের সেবক সৌদি বাদশাহ কিছুটা হলেও লাজ রক্ষা করেছেন।
ফিলিস্তিনিদের সাথে আবারও সম্পর্ক গড়তে আগ্রহী আমেরিকা—আওয়ার ইসলাম
** এ আর নতুন কী কথা! আমেরিকা তো সবার সঙ্গেই সম্পর্ক রাখতে চায়। কারও সঙ্গে বন্ধু হিসেবে, কারও শত্রু হিসেবে। কারও সঙ্গে আবার বন্ধুবেশে শত্রু হিসেবে। ফিলিস্তিনের সঙ্গে নতুন করে আমেরিকা কোন সম্পর্কটা করতে চায়—সেটাই এখন দেখার বিষয়।
২৯.৫.২০২১
বিশ্বজুড়ে ইসলামফোবিয়া রুখতে শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা উচিত : এরদোগান—আওয়ার ইসলাম
** এরদোগানের এসব কথা যখন পড়ি, শুনি, সান্ত্বনা অনুভব করি—যাক, নিজেদের ক্ষমতার বাইরেও মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার মতো শাসক এখনো আছে আমাদের। নিজেদের পারস্পরিক দ্বন্দ্ব ভুলে, নিজেদের গদির চিন্তা ছেড়ে দেশে দেশে মুসলিম শাসকগণ যদি এমন চিন্তা করতে পারতেন, কিংবা কমপক্ষে এরদোগানের মতো শাসকদের পেছনে একসঙ্গে কাজ করতে পারতেন, তবে আমাদের আজকের এ অসহায়ত্ব থাকত না।
১.৬.২০২১
চীনে দম্পতিদের তিনটি পর্যন্ত সন্তান নেবার অনুমতি—বিবিসি
** আমাদের দেশে যারা ‘দুই সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ বলে স্লোগান দেন, তারা কি চীনের এ দুর্দশা দেখে শিক্ষা নেবেন? আমাদের মনে রাখতেই হবে, জীবনের প্রতিটি ধাপে ইসলামের শিক্ষাই যথার্থ শিক্ষা। যারা এ শিক্ষাকে পাশ কাটিয়ে যেতে চায়, কিংবা আধুনিকতার ছুঁতোয় একে পাল্টে দিতে চায়, আজ হোক কাল হোক, নিজেদের দাবি ও গবেষণা থেকে তাদের সরে আসতেই হবে।
১২.৬.২০২১
আফগানিস্তানের ৭০ শতাংশ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে : জাতিসংঘ—আওয়ার ইসলাম
** ২০০১ সালে এসেছিল আমেরিকা। দানবের বেশে। একটি বৈধ সরকারকে হটিয়ে পুতুল সরকার বসিয়ে অনেক চেষ্টাই তারা করল। কিন্তু পুতুলে কি আর প্রাণ দেওয়া যায়! আমেরিকাও পারেনি। তাই তারা চলে যাচ্ছে। চুক্তি হয়েছে তালেবানদের সঙ্গে। প্রশ্ন হলো, সন্ত্রাসবাদ দমনের নামে যে তালেবানদের উচ্ছেদ করতে গিয়ে তারা লাখ লাখ মানুষ খুন করল, আবারও সে তালেবানদের হাতেই যদি কার্যত তারা ক্ষমতা ছেড়ে যায়, তবে এতগুলো মানুষ খুনের দায় নেবে কে? এতদিনের সন্ত্রাসবাদ নির্মূলের স্লোগানেরই—বা কী হবে?